শুধু পথ হারালো দুজনের
তুমি অন্ধকার বেছে নিলে
গন্তব্য খুঁজে পেতে।
আমার কথা গুলো বন্দী হলো
নীল খামে
ঝরে পড়া শুকনো পাতার মতো।
আমার কোন বেদনার কবিতা
লেখার কথা ছিলনা
অথচ দুঃখের নাটাই হাতে
আমার বন্ধু এখন উন্মুক্ত আকাশ।
আমি চলে যাবো কোন দিন
ভিনসেণ্ট ভ্যানগগের সাথে
জীবনের যাবতীয় রঙ
আর শর্ষের গন্ধ ছেড়ে
দু:খ নামের একটি নীল গ্রামে।
শহরের আনাচে-কানাচে আর
দ্বীপের স্মৃতি এবং তোমাকে
পিছনে ফেলে।
তুমি দুঃখ পেয়ো না
বসন্ত তোমাকে ছায়া দেবে।
অন্ধকার যতই নিকষ হোক
তুমি ছিলে
তুমি থাকবে।
-----------------------
২৫ ফেব্রুয়ারি ২০২৫