মৎস মানব


 














মৎস মানব

বসন্তের বুকে লিখতে চাইনি
বেদনার কাব্য
তাই কবিতা লেখা হয়নি
অন্তত এক যুগ
কি লিখবো বলো!
দেশ জুড়ে অপরাধের
অভয়ারণ্য
বাতাসে লাশের গন্ধ
ডানা কাটা মানুষ গুলো
হন্যে হয়ে ছুটোছুটি করছে।
তাদের জন্য কোন ভবিষ্যত নেই এদেশে বা কোন শহরে
অতীতেও ছিলনা।
এক জুলাই চলে গেছে
অনাগত অনেক জুলাই
আসবে ও যাবে
হয়তো পট পরিবর্তন হবে না।
এ দেশটি কোন দিন তলিয়ে যাবে অতল গহ্বরে।
পূণ্য স্নান হবে না।
অথৈ জলের নিচে আমরা সবাই হয়ে যাবো মৎস মানব।
ভেবে দেখো তো একবার?
শৈবাল ভালোবাসায় জলের উপত্যকায়
আমি তোমাকে খুঁজছি।
জলের গভীরে মেট্রোরেল
কোন এক দিক থেকে এগিয়ে আসছে মংগল শোভাযাত্রা
প্যালেস্টাইন এর জন্য প্রার্থনা
ওপরে ভাসমান শব
জলের গভীরে এ যেন পারর্ফমিং আর্ট!
আমিও এখন মৎস মানব
জলের গভীরে বাস।
শুকনো পাতার নুপুরে
পাবো না আর তোমাকে কোনদিন।
------------------------
২২ এপ্রিল ২০২৫


আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।