মৎস মানব
বসন্তের বুকে লিখতে চাইনি
বেদনার কাব্য
তাই কবিতা লেখা হয়নি
অন্তত এক যুগ
কি লিখবো বলো!
অভয়ারণ্য
বাতাসে লাশের গন্ধ
ডানা কাটা মানুষ গুলো
হন্যে হয়ে ছুটোছুটি করছে।
তাদের জন্য কোন ভবিষ্যত নেই এদেশে বা কোন শহরে
অতীতেও ছিলনা।
এক জুলাই চলে গেছে
অনাগত অনেক জুলাই
আসবে ও যাবে
হয়তো পট পরিবর্তন হবে না।
এ দেশটি কোন দিন তলিয়ে যাবে অতল গহ্বরে।
পূণ্য স্নান হবে না।
অথৈ জলের নিচে আমরা সবাই হয়ে যাবো মৎস মানব।
ভেবে দেখো তো একবার?
শৈবাল ভালোবাসায় জলের উপত্যকায়
আমি তোমাকে খুঁজছি।
জলের গভীরে মেট্রোরেল
কোন এক দিক থেকে এগিয়ে আসছে মংগল শোভাযাত্রা
প্যালেস্টাইন এর জন্য প্রার্থনা
ওপরে ভাসমান শব
জলের গভীরে এ যেন পারর্ফমিং আর্ট!
আমিও এখন মৎস মানব
জলের গভীরে বাস।
শুকনো পাতার নুপুরে
পাবো না আর তোমাকে কোনদিন।
------------------------
২২ এপ্রিল ২০২৫