বুঝবে শুধু লিজেন্ড - ৮
জাতীয় ফল কাঠাল এবার
আনবে দেশে বিপ্লব
ইটিং কাঠাল বাচার তরে
হবে অনলি জব!
লেটকা কাঠাল শক্ত কাঠাল
কাঠাল বড় ভালা
এখন থেকে আর পাবেনা
মাছ মাংস ওয়ালা!
মাছে থাকে অনেক কাটা
খাবো কাঠাল ভর্তা
কাঠাল ফ্রাই কাঠাল কারি
আর কাঠালের কোপ্তা!
কাঠাল দিয়ে বার্গার?
যদি না খাই
জীবন মোদের
হয়ে যাবে ছাড় খার!
বাচতে চাইলে জাংক ফুড় আর
মাছ মাংস ছাড়ো
চোখ কান সব বন্ধ করে
কাঠাল খাওয়া ধরো।
প্রতিদিন তিন বেলাতে
কাঠাল সবাই খাও
ছাদ বাগানে চান্স পেলে
কাঠাল বিচি লাগাও!
--------------------
২৯ মার্চ ২০২৩
No comments:
Post a Comment