সমসাময়ীক বিষয় গুলো নিয়ে লিখতে ভালো লাগে আমার। পাপিয়াকে নিয়ে তখন দেশ তথা মিডিয়ায় খুব তোলপাড় চলছে। তখনকার একটি লেখা আজ খুঁজে পেলাম। তোমাদের জন্য তাই নতুন করে পোস্ট করছি।
ভেলকিবাজির এই শহরে
কাপে আমার হিয়া
শিরোনামে এবার এলো
সম্রাজ্ঞী পাপিয়া।
পাঁচ তারকায় থাকেন তিনি
লক্ষ টাকা দিয়ে
জলকেলিতে জলখেলিতে
সুর ছন্দ লয়ে।
ঘষামাজা করেন গাড়ি
দোকান আছে দুইটি
ব্ল্যাকমেইল আর বিউটি বেডিং
পার্টটাইম তার ডিউটি।
বর্তমানে প্যারায় আছেন
ডিম থেরাপী চলছে
ফেলে আসা দিনের কথা
হরহরিয়ে বলছে।
১ মে ২০২০
No comments:
Post a Comment