বুঝবে শুধু লিজেন্ড - 17
--------------------------
১
ছাগল থেকে শুরু
প্রশ্ন দিয়ে শেষ
এলো কোটার রেশ
পালটে গেল দেশ।
২
এলো নতুন পর্ষদ
শুরু হলো কর্ম
গুজব আর বিনোদনে
জায়গা পেল ধর্ম।
৩
আরাম আয়েস করে যখন
বেডে যাবে শুতে
হঠাৎ দেশে কি যে হলো
ডাকাত প্রতি রাতে।
৪
রিক্সা ছিল নতুন
আনসাররা এপিক
শিক্ষকরা ধোলাই খেয়ে
ভাগলো এদিক সেদিক।
৫
সবাই খেল কট
উনি গেলেন ভেগে
ফরগেট মি নট
ছাগল বলে রেগে!
No comments:
Post a Comment