ঢাকা - ১
ঢাকা আমার দিন বদলের
ভাগ্য ফেরার চাকা!
ঢাকা আমার স্বপ্ন রঙিন
পকেট শুধু ফাঁকা।
ঢাকার আমার সকাল থেকে
ব্যস্ত হয়ে ওঠা
দ্রব্যমূল্যের বৃদ্ধিতে হই
আমরা বলির পাঠা।
ঢাকা আমার বাসা ভাড়ার
গাদা খানেক টাকা
গ্যাস বিল আর ইত্যাদিতে
জীবন আঁকাবাঁকা।
যাদের আছে তাদের জন্য
সেরা ঢাকা শহর
ট্রাফিক জ্যামে আটকে দেখি
তাদের গাড়ির বহর।
ঢাকা আমার দিন ঘরিটির
সময় বলে যাওয়া
ঢাকা আমার সুযোগ পেলে
ইলিশ খেতে মাওয়া।
ঢাকায় যত অদ্ভুত সব
কেচ্ছা কান্ড চলে
আমরা গরীব শুধু শুনি
তারা শুধু বলে।
ঢাকার যত অট্টালিকা
উড়াল যানের নকশা
এসব দেখে আমার যে হয়
চোখ যে কেমন ঝাপসা।
ঢাকা আমার চায়ের সাথে
বন রুটি আর কলা
মনের মাঝে পুষে রাখি
হয়না যেসব বলা।
নতুন ঢাকা পুরোন ঢাকা
কত রকম ঢাকা
কেউ খায় আর কেউ পায়না
চলছে জীবন চাকা।
বিশাল এই শহর ঢাকা
ভালো মন্দে আকা
দিনের শেষে এই ঢাকাতেই
আমি বড় একা।
----------------------------------
রচনাকাল
১ অক্টোবর ২০২২
No comments:
Post a Comment