ঢাকা - ১

 









ঢাকা - ১


ঢাকা আমার দিন বদলের
ভাগ্য ফেরার চাকা!
ঢাকা আমার স্বপ্ন রঙিন
পকেট শুধু ফাঁকা।

ঢাকার আমার সকাল থেকে
ব্যস্ত হয়ে ওঠা
দ্রব্যমূল্যের বৃদ্ধিতে হই
আমরা বলির পাঠা।

ঢাকা আমার বাসা ভাড়ার
গাদা খানেক টাকা
গ্যাস বিল আর ইত্যাদিতে
জীবন আঁকাবাঁকা।

যাদের আছে তাদের জন্য
সেরা ঢাকা শহর
ট্রাফিক জ্যামে আটকে দেখি
তাদের গাড়ির বহর।

ঢাকা আমার দিন ঘরিটির
সময় বলে যাওয়া
ঢাকা আমার সুযোগ পেলে
ইলিশ খেতে মাওয়া।

ঢাকায় যত অদ্ভুত সব
কেচ্ছা কান্ড চলে
আমরা গরীব শুধু শুনি
তারা শুধু বলে।

ঢাকার যত অট্টালিকা
উড়াল যানের নকশা
এসব দেখে আমার যে হয়
চোখ যে কেমন ঝাপসা।

ঢাকা আমার চায়ের সাথে
বন রুটি আর কলা
মনের মাঝে পুষে রাখি
হয়না যেসব বলা।

নতুন ঢাকা পুরোন ঢাকা
কত রকম ঢাকা
কেউ খায় আর কেউ পায়না
চলছে জীবন চাকা।

বিশাল এই শহর ঢাকা
ভালো মন্দে আকা
দিনের শেষে এই ঢাকাতেই
আমি বড় একা।

----------------------------------
রচনাকাল
১ অক্টোবর ২০২২

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।