আমারে চিনস
।। ১।।
আমারে চিনস?
অই ব্যাটা আমারে চিনস?
কত কিছু করতে পারি
এটা কি জানস?
আমাকে চেনেন?
পেছন দিয়ে ঢুকিয়ে
সামনে দিয়ে বের করবো।
কথাটা মনে রেখেন।
আমারে চেনো?
পাও ভাইংগা
হাতে দিমু
মনে থাকে যেন।
।। ২।।
চোর বলে নেতা বলে
মুচি ডোম ধোপা বলে
চিনস আমারে?
কই যাই কি করি
খাইসে বাবারে!
শুনতে শুনতে জীবন গেল
পরান গেল রে!
আমারও তো বলতে সাধ হয়
চিনস আমারে??
২৩. ৮. ২০২২
No comments:
Post a Comment