বুঝবে শুধু লিজেন্ড - ১৬
নারী কোথায় আটকে থাকে
এটাই এখন প্রশ্ন!
ফেসবুকে সব পোস্ট দিচ্ছে
করে ভীষণ যত্ন।
হৃতিক টু তাহসান
বিল গেটস টু ফরিদি
কঠিন তাদের ক্যালকুলেশন
আহা কি দরদী।
নারী কোথায় আটকে থাকে?
তোর কোলে না ওর কাঁখে?
নগদ না জামার হুকে?
ক্ষমতা না কারো বুকে?
তোদের কেন
এত ব্যাথা
মরিস তোরা
এ কোন দুঃখে!
পুরুষ কোথায় আটকে থাকে
একবার তা ভাব
বক্ষ খোলা নারীর বুকে
সুযোগ পেলে ঝাপ।
------------------------
৬ আগস্ট ২০২৩
No comments:
Post a Comment