নিজের বলতে কিছু নেই। একটি ফ্ল্যাট বা বাড়ি। এক খন্ড জমি বা দাড়াবার মত কোন জায়গা অথবা ব্যাংকে অনেক টাকা। নাহ! কিছুই নেই। ভাবলাম নিজের অন্তত একটা কিছু থাকা দরকার। তাই এই ব্লগটি তৈরি। আপাতত নিজের বলতে এই ব্লগটিই রইলো। আমার নিজের খেয়াল খুশির জায়গা।
এই ব্লগটি তৈরি করেছি মূলত আমার লেখা ও অন্যান্য যা কিছু করি তা বন্ধু ও স্বজনদের সাথে শেয়ার করার জন্য। সত্যি বলতে আমি লেখালেখি করি নিজের জন্যই। মাঝে মাঝে তা ফেসবুকে শেয়ার করতাম। বন্ধুদের অনেকেই উৎসাহ দেয় আরও লিখতে বা একটি বই প্রকাশ করতে। একটি কবিতার বই কবে প্রকাশ করতে পারবো কিনা জানিনা, তবে বন্ধুদের উৎসাহে অনুপ্রাণিত হয়েছি।
পেশাগত জীবনের বাইরে আমার কিছু শখ আছে। ভ্রমণে আমার দারুণ নেশা। এ পৃথিবী থেকে চলে যাবার আগে যতটা সম্ভব দেখতে চাই কিন্তু পকেট সব সময় অনুকূলে থাকেনা। তাই সম্ভব হয়না। আমার একটি ইউটিউব চ্যানেল আছে। সময় হলে দেখবেন প্লিজ।
এবার বলি আমার জীবনের চরম সত্য। ২০১২ সাল থেকে আমি দেশলাই এ আসক্ত। না না দেশলাইয়ের সাথে মাদক নয়। দেশলাইয়ের প্রতি ভালবাসায় আমি আসক্ত হয়েছি। এপর্যন্ত বিশ্বের ১২৮টি দেশের দেশলাই সংগ্রহ করেছি। আমার সংগ্রহের পরিমাণ ২০ হাজার ছাড়িয়েছে। দেশলাই প্রতি আমি এতটাই আসক্ত যে, দেশলাই ছাড়া একটি দিনও আমি ভাবতে পারিনি। আমার জীবন ধারাই পাল্টে গেছে। আমি নেশার জন্য পেশা ছেড়েছি বলা যায়। তাই বলে আমার জীবন কিন্তু বাক্স বন্দী নয়। তবে দুঃখ আছে একটা। আমার দেশলাই গুলোর কোন ভবিষ্যত নেই। আমি না থাকলে ওরা কোথায় থাকবে কে আগলে রাখবে!
দেশলাই সংগ্রহ নিয়ে আমার একটি ওয়েবসাইট আছে। আর একটি ইউটিউব চ্যানেলও আছে। ফ্রী টাইমে দেখার জন্য অনুরোধ রইলো।
আমার স্বীকারোক্তিঃ
যা বললাম, এগুলো আমার বেচে থাকার উপকরণ। যতক্ষণ এসব নিয়ে থাকি ভালো থাকি। কোন দুঃখ বোধ গ্রাস করেনা আমাকে।
অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন।
আর হ্যা, আমার একটি প্রিয় বাক্য - Life is Beautiful.
- সাকিল হক
No comments:
New comments are not allowed.