বুঝবে শুধু লিজেন্ড
----------------------------
বিশ্বাস কে অবিশ্বাসে
চেরীর পায়ে বেড়ি
বুবলিকে তো গুগলি করে
হলেন দেশান্তরি।
বাবু'স বলে আব্বা কোথায়!
আব্বা বলেন এইতো,
আইনে আছে চারটি বিয়ে
বৌ একটা লাগতো!
ফ্যান ফলোয়ার হেটারর্স এখন
নিচ্ছে অতি মজা
অবলীলায় হিরো সাহেব
খাচ্ছে খাজা গজা!
ভয়ে আছে নায়িকা জাতি
খবর আসে যায়
হিরো বলে -
কিয়া কারু ম্যায় সালা
ক্যারেকটার ঢিলা হ্যায়!
-------------------------
৬ অক্টোবর ২২
No comments:
Post a Comment