বুঝবে শুধু লিজেন্ড - ১৫
ফলাও করে জানান দিলেন
ভাই বন্ধু পোনা
আসতে কেউ মিস করোনা
জন্মদিনে সোনা।
সেজে গুজে থাকবো আমি
করবো আমি রোজা
তোমরা সবাই আসলে পরে
কেট কাটবো সোজা।
খুশির ঠ্যালায় ভাইটি আমার
কেকটি দিল মুখে
অসভ্য এই বাংগালী তা
ভাইরাল করে সুখে!
লজ্জায় আমি মরে যাই
হায় একি হলো
বাংলাদেশি পাঠান আমি
তোমরা কিছু বলো?
১৭ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment