গান গাও প্রাণ ভরে
গান গাও প্রাণ ভরে
গান গাও সুরে
মুচলেকা দিও নাকো
মাথে হেট করে।
নাচ গান করা ভালো
যদি থাকে মেধা,
গান শুনে বোঝনো তা!
তোমরা কি গাধা?
কেউ কেউ গান করে
সংসদে বসে
চামচামি সুরে সুরে
তেল মারে ঠেসে!
বিদ্যান তারা শিল্পী তারা
কম্বিনেশন এক্সপার্ট
ধর্ম আর গানের মাঝে
নেই যে কোন জাতপাত।
পদ্মা সেতুর গল্প খতম
আর কিছু নেই বলার
কে মুতলো কে নাচলো
ইটস নট আ ম্যাটার!
নাচ গান সেতু রেখে
সিনেমাতে চলুন
পরান না সাইকো?
আপনারাই বলুন!
কম বাজেটের মুভি এসব
নাথিং টু সে
ক্লাস মেইনটেইন করতে,
দেখুন- দিন দ্যা ডে!
সুখী আমার বাংলাদেশে
নেইতো কোন খবর
অনন্ত আর বর্ষা বাদে
গরম এখন প্রখর!
লোডশেডিং এর জীবন এখন
বেচে আছি আর কি
যাদের বাচার বাঁঁচবে তারা
আমরা মরলে কার কি!
বাই দ্যা ওয়ে....
গান গাও প্রাণ ভরে
গান গাও সুরে
মুচলেকা দিও নাকো
মাথা হেট করে।
২৯ জুলাই, ২০২২
No comments:
Post a Comment