বুঝবে শুধু লিজেন্ড - ১২
কিসের নোটিশ
কিসের ফোটিশ
ওরে একটু দাড়া
এত নয় শব যাত্রা
ধর্ম হবে যার যার আর
উতসব হোক সবার।
রঙিন করো মন তোমাদের
রঙিন করো দেশ
প্রতি বছর একটি না হয়
আসলো খুশির রেশ।
আনন্দের সীমা নেই
নেই কোন মাত্রা
শুভ হোক বাংগালীর
মংগল শোভাযাত্রা।
১৩ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment