কাচেঁর দেশ
তিলে তিলে সাজানো দেশ পিছনে ফেলে চলে যেতে হলো তাকে। তিনি ছিলেন। এই শহর ছিল তার কৃতকর্ম এবং শিল্পকর্মে পরিপূর্ণ। এই শহর তথা দেশটিকে তিনি উৎসর্গ করেছিলেন কোন একজন স্থপতিকে।
নতুন কেউ এলেন। তারা গড়বেন নতুন শিল্পকর্ম। তাই পুরো দেশ জুড়ে নতুন ক্যানভাসে আঁকা হচ্ছে দ্রবমূল্য বৃদ্ধির ছবি। তারা কোন জাতীয় দিবস চাননা। এদেশের কোন স্থপতি থাকবেনা।
পরিচ্ছন্ন কর্মীরা একটি দেয়ালের সামনে এসে দাঁড়ালো। সেখানে লেখা আছে - চেয়েছিলাম অধিকার। হয়ে গেলাম সরকার।
---------------------------
১৮ অক্টোবর ২০২৪
No comments:
Post a Comment