বুঝবে শুধু লিজেন্ড -১০
যার হারালো সেই বুঝলো
কষ্ট কেমন লাগে
লোক দেখানো ভাব দেখিয়ে
সো কল্ডরা ভাগে।
উদ্ভট সব হিসাব তাদের
ফেসবুকে পোস্ট করে
এক টাকা থেকে দশ টাকা
জনপ্রতি তারা ধরে।
চোর চোট্টা আছে যারা
তাদের বড় সুখ
যা পারছে যাচ্ছে নিয়ে
হাসি মাখা মুখ।
কেউ কিনছে লক্ষ টাকায়
একটি মাত্র লুঙ্গি
হাজার কুড়ি দিয়ে আবার
কেউ বা বাজায় পুংগি।
শ্যুটিং সেটআপ নগদ টাকা
মুখে ভরা ইমোশন
ব্যাবসায়ীদের দিচ্ছে তুলে
আহা কত আয়োজন।
৬ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment