বুঝবে শুধু লিজেন্ড

 









 বুঝবে শুধু লিজেন্ড 


গুড মর্নিং ঢাকা
চলো মেট্রোরেল চড়ি
আনন্দ আর খুশির ঠ্যালায়
হুড়মুড়িয়ে পড়ি।

নবম এই আশ্চর্য
বাংলাদেশ গড়লো
বাংগালীরা অবাক চোখে
ফ্যাল ফ্যালিয়ে দেখলো!

বাংগালীদের আবেগ নিয়ে
মেট্রোরেল চলবে
অফিস গোয়িং মানুষ গুলো
আগের মতই ভুগবে ।

মেট্রো এখন ফ্যামিলি কার
হলিডে হচ্ছে
আগারগাঁও টু উত্তরা
আপাতত চলছে।

সার্ভিসটা অল্প এখন
গেট হয়ে যায় বন্ধ
ভেঙেচুরে তাও ঢুকে যাই
নই তো আমরা মন্দ!

টক অব দ্যা টাউন এখন
শুধুই মেট্রোরেল
লিজেন্ডারি পদ্মা সেতুর
আর নেই তো বেল!

আর কটা দিন যাক না দেখি
গল্প কিছু করবো
পদ্মা সেতুর মত করেই
নাট বল্টু খুলবো।

মেট্রোরেলের স্মৃতি রাখতে
আমরা সবাই চড়বো
সুযোগ পেলে সিটের কোথা
আই লাভ ইউ লিখবো।

আমরা খুবই ডিসেন্ট পিপল
স্টেশনে আসবো
যত্রতত্র থুতু আর
যত্রতত্র মুতবো।

তিলোত্তমা ঢাকা থেকে
ডিজিটাল ঢাকা
ইতিহাস বলে যায়
যত ছবি আকা।

সরকারের এই প্রচেষ্টা
নিঃসন্দেহে গ্রেট
আমাদের ভরসা নাই
ধরতে পারেন বেট!

-------------------------------
৫ জানুয়ারি ২০২৩

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।