বুঝবে শুধু লিজেন্ড - ১৩
গরম হাটে
গরম খাটে
কি যে গরম শালার
ব্যাক পকেটে
কারো আবার
গরম
মাল্টিকালার!
গরম নিয়া
বড়ই বিপদ
প্রশ্ন আসে মনে!
গরীব কেন
পাপী শুধু
ধনী কেন
সাধু?
নাইলে ক্যান
গরীব মানুষ
পায়না খাইতে এসি
বড় লোক্সরা
এসির সাথে
খায় যে বসে কফি!
এই গরমে
তপ্ত মানুষ
গরীব মধ্যবিত্ত
বড় লোক্সরা
এসির হাওয়ায়
শীতল করে চিত্ত!
অসম এই
পৃথিবী
আর কতকাল হবি?
এসি আর নন এসিদের
পাশাপাশি ছবি!
১৬ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment