বুঝবে শুধু লিজেন্ড - ৫
কেন এমন গান্ডুগিরি
করেন তারা ছাই
কত কিছু লাগে তাদের
বুঝিনারে ভাই!
টাকার জন্য কেউবা আবার
করেন দুবাই সফর
মাইনকা চিপায় পড়ে এবার
তাদের হলো খবর!
সুইমিংপুলে শুয়ে বসে
পোজ দেন তিনি
রিটার্ন টিকিট ছিল বলেই
ভেগে আসেন উনি!
দুবাই যাবার খুব খুশিতে
নায়িকা যখন টাল
জানা গেল আয়োজক
মস্ত একটা মাল!!
লাইভে এসে বলেন তিনি
আমি হলাম ডন
খু/ন করেছি বেশ করেছি
কি করবেন কন!
ওরে সোনা ওরে খুকি
টাকাই সব নয়।
জেনে বুঝে গেলে কি
খুব ক্ষতি হয়?
----------------------
১৯ মার্চ ২০২৩
No comments:
Post a Comment