বুঝবে শুধু লিজেন্ড - ৬
ইয়েস Sir রাইট Sir
সহমত Sir
আবাল জাতি, ভেরি ব্যাড
শিখবি কবে আর?
পাব্লিক সারভেন্ট?
এমন একটি কথা আছে বটে!
তাই বলে কি Sir বলতে
তোদের ফোড়া ওঠে?
Sir Sir Sir
বলতে বলতে মুখে তুলবি ফেনা
লোল ঝোল সব মুছতে রাখবি
সাথে একটি তেনা!
শিক্ষক তো শিক্ষকই
বাই ডিফল্ট Sir
আমরা হলাম অন্য লেবেল
Sir - The Sir.
পুরুষ Sir মহিলা Sir
কত রকম Sir!
Sir Sir Sir এই কথাটি শুধু বলে যাহ
শুনতে কানে কিযে লাগে
ওয়াহ ভাই ওয়াহ!
--------------------
২৫ মার্চ ২০২৩
No comments:
Post a Comment