দোতালা বাস
নির্ঝর দোতালা বাসে জানালার পাশে বসে আছে, বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। ঢাকার চিরচেনা জ্যাম, যেটা দিনের বড় একটা অংশ ধরে রাখে শহরকে, আজ যেন একটু বেশি অনুভব হচ্ছে। জানালা দিয়ে আসা বৃষ্টির ফোঁটাগুলো নির্ঝরের মুখ ভিজিয়ে দিচ্ছে। ঠিক যেভাবে একদিন নির্ঝরের মন রাঙিয়ে ছিল স্বর্ণা।
বাস আটকে আছে, কিন্তু নির্ঝরের স্বপ্ন ভংগ হচ্ছে না। একদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে স্বর্ণা হেসে বলেছিল, "তোমার এই শহরটা ভালো, কিন্তু তোমার চেয়েও ভালো নয়।" নির্ঝরের মন ভরে উঠেছিল। জ্যামের শহরে ঝুম বৃষ্টিতে মুহূর্তের জন্য হলেও নির্ঝরের মনে হলো স্বর্ণা তার পাশের সিটেই বসে আছে।
শহরের জ্যাম তার চলার পথ আটকে রাখলেও, স্মৃতির পথ বেয়ে স্বর্ণার সঙ্গে কাটানো সময়গুলো যেন অদৃশ্যভাবে ছুটে চলেছে নির্ঝরের হৃদয়ের পথে।
---------------------------
১৭ অক্টোবর ২০২৪
দোতালা বাস
ঢাকা শহরে আটকে থাকা কোথাও
No comments:
Post a Comment