বুঝবে শুধু লিজেন্ড
উদলা মানে জানিনা মুই
জানো নাকি তুই?
গবদা বাবু দাত ক্যালাইয়া
ভাইগ্যা গ্যালে কই!
দন্য নগরীর ধন্য দামাল
কোথায় গেল তারা?
উদলা হয়ে বনের মাঝে
হিরেন্দ্রনাথ খাড়া!
বিশ্বকাপের জোয়ার এখন
আনন্দে দেশ ভাসছে
কেউ পড়ছে জার্সি আবার
উদলা হয়ে হাটছে!
হঠাৎ করেই দেশটা যেন
উদলা হয়ে গেল,
উদলা'র এই আইডিয়াটা
কেমন করে এলো!
--------------------------
২১ নভেম্বর ২০২২
No comments:
Post a Comment