তোমায় যদি কষ্ট দেই
তোমায় যদি কষ্ট দেই
বসন্ত বা শীতে,
বৈশাখে বেধে দেবো
চুলে লাল ফিতে।
তোমায় যদি কষ্ট দেই
মেনেই নাহয় নিলে,
কথা দিলাম চা খাওয়াবো
তোমায় হাতিরঝিলে।
তোমায় যদি কষ্ট দেই
কবিতা বা ছন্দে,
তবু তুমি থেকো প্লিজ
আমার ভালো মন্দে।
তোমায় যদি কষ্ট দেই
নোট করে রেখো,
মুখোমুখি না পারলেও
স্বপ্নে নাহয় বোকো।
১৯ আগস্ট ২০২২
No comments:
Post a Comment