মাশা আমিনি: পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর জেরে ইরানে হিজাব পুড়িয়ে বিক্ষোভ
ক্ষমা
মাশা আমিনী স্মরণে
অতঃপর তোমার দৃষ্টি ধুসর হতে লাগলো
তোমার বাইশটি বসন্ত শেষ হতে
আর মাত্র কয়েক সেকেন্ড বাকি!
নিয়মের বিষাক্ত হাওয়ায়
তোমার মেঘ কালো কেশ পৃথিবীর বাতাসে আর উড়বে না।
তোমার নিষ্পাপ মুখশ্রী কিছু দানবকে
মানুষে রূপান্তরিত করতে পারেনি সেদিন ।
এ ব্যর্থতার দায়ভারও তোমার।
খুব জানতে ইচ্ছে করে,
শেষ আঘাতের ক্লান্ত চোখে
কার ছবিটি ভেসে উঠছিল?
বাবা, মা নাকি সেই রঙিন প্রজাপতিটি
যার সাথে বেড়ে উঠেছিলে?
জানি, তোমার চোখের কাজল অক্ষত ছিলনা।
বুঝতে পারি তোমার নিরব চিৎকারে
বাতাস কতটা কম্পিত ছিল।
তুমি চলে গেলে..
আজ পৃথিবীতে সবাই জেগে উঠেছে
নগ্ন হচ্ছ
মাথার চুল বিসর্জন দিচ্ছে।
জাতিসংঘে তোমাকে নিয়ে কথা হচ্ছে।
ফেসবুকেরও এখন আলোচ্য বিষয় তুমি।
এসব চলবে আরও কিছু দিন।
তারপর আমরা সবাই আবার পোশাক পরবো।
বিদ্ধস্ত চুলের যত্নে পার্লারে যাবো।
আমরা ব্যাস্ত হবো নতুন কোন ঘটনায়।
তুমি হারিয়ে যাবে স্মৃতির আড়ালে।
পৃথিবীর কোথাও না কোথাও প্রতিদিন মাশা আমিনীর হত্যা হচ্ছে।
হত্যা হচ্ছে অগনিত বিড়াল কুকুর আর উড়ে যাওয়া পাখিদের।
হত্যা আমাদের একটি প্রাত্যহিক বিষয়।
তাই তোমার মৃত্যু আমাদের কোন শিক্ষা দেয়না।
ঠিক কতদিন বা কত হাজার তোমাদের মত আত্মত্যাগ এই পৃথিবীকে সুন্দর করবে আমাদের জানা নেই।
ক্ষমা করে দিও মাশা আমিনী....
২৪ সেপ্টেম্বর ২০২২
#MashaAmini
No comments:
Post a Comment