পৃথিবীর ফিউনারেল
পৃথিবীটাকে ইদানিং
কবরস্থান মনে হয়।
শ্মশান ঘাট মনে হয়।
মনে হয়, পৃথিবীর ফিউনারেল হবে।
হয়তো কালো কোট পড়ে আমরা পৃথিবীটাকে
কফিন বন্দী করে মাটিচাপা দেব।
বাতাসে ফুলের গন্ধ নেই,
ওমিক্রন বা ডেল্ট ভ্যারিয়েন্টে ধুসর জীবন।
স্বপ্নেরা ডানা ভাংতে শুরু করেছে।
পৃথিবীর কী তবে সত্যিই ফিউনারেল হবে!
No comments:
Post a Comment