কোথাও কেউ নেই
প্রহসন আর অচলায়তন আজ এক হয়েছে
তাই বৃক্ষছায়ায়, ক্লান্ত পথিকের আশ্রয় নেই,
নেই জন্মিবার কোন যুক্তিসঙ্গত কারণ
নেই মৃত্যুর সৌন্দর্য!
সভ্যতা খুলেছে অন্তর্বাস
প্রভাত হয়েছে দুঃসংবাদ,
জোছনা নিখোঁজ হয়েছে অনেক আগেই।
তুমি আর আমি'র কবিতা গুলোও কেন যেন
আজকাল কেউ লেখেনা।
কোথাও কেউ নেই।
সত্যিই নেই।
শুধু আছে
প্রহসন....
১৬.৮.২০২২
No comments:
Post a Comment