আমি কোথাও নেই
তোমার লেখা কবিতায়
চোখের মাশকারায়
ভালো মন্দে
অথবা চুলের গন্ধে
আমি নেই!
চায়ের কাপে
ঠোঁটের ফাঁকে
দুহাত ভরা চুড়ির মাঝে
তোমার সকাল সন্ধ্যা সাঁঝে
আমি নেই!
হাওয়ায় ওরা শাড়ির আচলে
তোমার ঝিলের পদ্মকমলে
তোমার শোনা রাতের গজলে
সুখ কিংবা দুঃখের অনলে
আমি নেই!
তোমার বেলা অবেলায়
নির্ঘুম নিরালায়
ধবল জোছনায়
অথবা করুনায়
আমি নেই!
আনমনে
সংগোপনে
ব্যস্ত তোমার
এই জীবনে
আমি নেই!
আমি কোথাও নেই!
--------------------
১৪ অক্টোবর ২০২২
No comments:
Post a Comment