তুমি
কিছুটা যাতনা
অথবা যন্ত্রণা
তবুও প্রেরণা
তুমি আমার।
হয়তো পাবোনা
তোমার ঠিকানা
সবই অন্ধকার
আমিই আমার।
কি এক মোহ
জড়িয়েছি মায়ায়
শুধু অপেক্ষা
তোমার ছায়ায়।
হৃদয়টি ব্যাথা
সুস্থ হই
শুনলেই
তোমার কথা।
এভাবে পোড়লে
খুঁজে পাবেনা
চলে যাবো
আড়ালে।
----------------------
৩১ অক্টোবর ২০২২
No comments:
Post a Comment