থাক না কিছু অপূর্ণতা

 














থাক না কিছু অপূর্ণতা

বালিকা,
আমার মেঘ বালিকা
নিরন্তর ভালবাসায় আজ তোমায় দিলাম ছুটি।
তুমি এখন মুক্ত বিহঙ্গ।
অনন্ত আকাশ
নিরবধি সাগর
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য কিংবা
পৃথিবীর সকল শহরে
এখন তোমার উম্মুক্ত আমন্ত্রণ।
তুমি হতে চলেছো বিশ্ব বালিকা।
আজ তোমার মুক্তি
একটি প্রজাপতি মুক্তি।
আমার জন্য রইলো না হয় কিছু অপ্রাপ্তি।
জীবন মানেই তো প্রাপ্তি বা ঐশ্বর্য কিংবা
কথায় কথায় বিদেশ ভ্রমণ নয়।
এটিএমের ঝনঝন শব্দ নয়।
বিএমডব্লিউ মার্সিডিজ নয়!
জীবন মানে রিক্সাও নয়।
জীবন মানে হিমু নয়।
থাক না কিছু অপূর্ণতা।
এক পকেট দুঃখ না হয়
তোমার জন্য বয়ে বেড়াবো আমৃত্যু !
তোমার ফেরারি চোখ যখন, খুজবে তোমার প্রাক্তন বা অমীমাংসিত ভালবাসা
তখন আমি ব্যস্ত আমার পোষা বিড়ালটির সাথে।
তুমি যখন ম্যানহাটনে দুর্দান্ত সময় পার করছো
তখন আমি ব্যস্ত নীল আকাশের সাথে।
যখন তুমি ব্যাস্ত তোমার ইউরোপীয় বা মার্কিন সময়ের সাথে তাল মেলাতে।
আমি তখন খুঁজে ফিরি নিখোঁজ জোছনা।
সেই জোছনা স্নানের সাক্ষী থাকে আমার বুক পকেটে।
থাক না কিছু অপূর্ণতা!
তা না হলে এ কিসের জীবন!
প্রাপ্তির জন্য সবাই জন্মগ্রহণও করেনা।
অনেক সুখেও মানুষ মৃত্যু বরণ করে
কারণ তাদের কোন অপ্রাপ্তি নেই।
কবিতা সুন্দর
বাস্তব অন্যরকম!
নিরন্তর ভালবাসায় আজ তোমায় দিলাম ছুটি।
-------------------------------
৪ জানুয়ারি ২০২৩

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।