থাক না কিছু অপূর্ণতা
বালিকা,
আমার মেঘ বালিকা
নিরন্তর ভালবাসায় আজ তোমায় দিলাম ছুটি।
তুমি এখন মুক্ত বিহঙ্গ।
অনন্ত আকাশ
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য কিংবা
পৃথিবীর সকল শহরে
এখন তোমার উম্মুক্ত আমন্ত্রণ।
তুমি হতে চলেছো বিশ্ব বালিকা।
আজ তোমার মুক্তি
একটি প্রজাপতি মুক্তি।
আমার জন্য রইলো না হয় কিছু অপ্রাপ্তি।
জীবন মানেই তো প্রাপ্তি বা ঐশ্বর্য কিংবা
কথায় কথায় বিদেশ ভ্রমণ নয়।
এটিএমের ঝনঝন শব্দ নয়।
বিএমডব্লিউ মার্সিডিজ নয়!
জীবন মানে রিক্সাও নয়।
জীবন মানে হিমু নয়।
থাক না কিছু অপূর্ণতা।
এক পকেট দুঃখ না হয়
তোমার জন্য বয়ে বেড়াবো আমৃত্যু !
তোমার ফেরারি চোখ যখন, খুজবে তোমার প্রাক্তন বা অমীমাংসিত ভালবাসা
তখন আমি ব্যস্ত আমার পোষা বিড়ালটির সাথে।
তুমি যখন ম্যানহাটনে দুর্দান্ত সময় পার করছো
তখন আমি ব্যস্ত নীল আকাশের সাথে।
যখন তুমি ব্যাস্ত তোমার ইউরোপীয় বা মার্কিন সময়ের সাথে তাল মেলাতে।
আমি তখন খুঁজে ফিরি নিখোঁজ জোছনা।
সেই জোছনা স্নানের সাক্ষী থাকে আমার বুক পকেটে।
থাক না কিছু অপূর্ণতা!
তা না হলে এ কিসের জীবন!
প্রাপ্তির জন্য সবাই জন্মগ্রহণও করেনা।
অনেক সুখেও মানুষ মৃত্যু বরণ করে
কারণ তাদের কোন অপ্রাপ্তি নেই।
কবিতা সুন্দর
বাস্তব অন্যরকম!
নিরন্তর ভালবাসায় আজ তোমায় দিলাম ছুটি।
-------------------------------
৪ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment