সাগর দেখা
সাগর থেকে আমার জন্য
বালুকণা এনো
মুক্তো নয় ঝিনুক নয়
ভালবাসি জেনো।
সাগর জলে পা ভিজিয়ে
কষ্ট রেখে এসো
সাক্ষী রেখে বিশাল সাগর
মৃদু একটু হেসো।
সাগর জলে বিলিয়ে দিও
মনের যত কথা
দু:খ যত না পাওয়া সুখ
এক জীবনের ব্যাথা।
-------------------------------
১০ ফেব্রুয়ারি ২০২৩
No comments:
Post a Comment