আমি আর ভিনসেণ্ট


 











আমি আর ভিনসেণ্ট

একদিন কাউকে কিছু না জানিয়ে
হুট করে চলে যাবো আমার পৃথিবীতে।
হয়তো আর ফিরে আসবোনা।
আমি চাইনা,
তুমি আমার জন্য কোন আশ্রয় রাখো
অন্তত মনে।
কারণ আমি মানুষের মাঝে থেকেও
মানুষ হতে পারিনি।
প্লিজ, তুমি আমায় মিলিয়ে দিও
সমুদ্র সফেনে?
সাথে ভাসিয়ে দিও কিছুটা দু:খ
কিছুটা ঘৃণা আর
সহস্র রজনীর বর্ণমালার নৌকা।
একদিন সাগর আমায় কাছে টেনে নেবে।
ফিরিয়ে দেবে, তোমার রেখে আসা
প্রতিটি অভিমান।
একদিন ভর দুপুরে হুট করে বেড়িয়ে পরবো
কবিতার বইটি রেখে।
প্রচ্ছদহীন শব্দহীন সেই বইটি,
যার উৎসর্গ আমি তোমাকে করেছিলাম।
পাঠক আর যে বইটি কোনদিনও পড়বেনা।
একদিন পকেট ভরা দু:খ
নীলাভ হৃদয় আর নীল রঙের একটি কলম নিয়ে
চলে যাবো নীল পাহাড়ে।
নীল আকাশের সাথে মিশে
নীলে হবো একাকার।
এই দৃশ্য তুমি তোমার বারান্দা থেকে দেখতে পাবেনা।
ট্রাস্ট মি, আমি ভিনসেণ্ট ভ্যানগগ হবো!
আর কোনদিন ছবি আকবোনা
কবিতা লিখবো না।
শার্টের দুটো বোতাম খুলে
তোমার কাছে আসবো না।
তোমার বুকের তীব্র ব্যথায়
হাত দুটোও ধরবো না।
ফিরিয়ে দিলাম তোমার না দেয়া আলিঙ্গণ
আর ষাট সেকেন্ড ব্যাপ্তির একটি চুম্বন।
ফেরারি মন আর তোমার অহংকারী শরীর নিয়ে
তুমি হবে জীবন্ত এক ফসিল।
আমি আর ভ্যানগগ
হারিয়ে যাবো সূর্যমুখীর হলুদ ক্যানভাসে।
তোমার নেইল পলিশের রঙে কিংবা
কালের বিবর্তনে বিলিন হলেও
আমি সহস্র বছর পর আবারও ফিরে আসবো
কোন এক ভালবাসার উপাখ্যানে।
----------------------------
৮ ফেব্রুয়ারি ২০২৩

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।