কানামাছি জীবন
বললাম- হাতটি ধরো
তুমি বললে, অপেক্ষা করো।
অপেক্ষা কবে শেষ হবে!
বলতে পারো?
বললাম - কি ভালো লাগে তোমার?
তুমি বললে, কন্ঠ, তোমার কন্ঠ।
তোমার উওরে আমিও উতকন্ঠ।
বললাম, আমার সাথে যাবে?
তুমি বললে, গাড়ি আছে?
নেবে লং ড্রাইভে?
বললাম - ভালবাস আমায়?
তুমি বললে, আমি কনফিউজড
জানালাম তোমায়।
বললাম, কবিতা ভালো লাগে তোমার?
তুমি বললে, হ্যা, যা-কিছু লেখ, নিয়ে আমায়।
বললাম, সত্যিই কি চাও তুমি?
তুমি বললে, কবিতার অবগাহন আর
আমি হীন তুমি।
----------------
২৪ মার্চ ২০২৩
No comments:
Post a Comment