স্পার্টাকাস
ভালোবাসতেও পারো
আবার নাও পারো
পারা না পারার বিষয়টি উহ্য রেখে
বিজয়ের হাসি হাসলে।
আমিও মেনে নিলাম
সুবোধ বালকের মত!
কিন্তু আমি সুবোধ নই, জানো?
তোমার কাছে আত্মসমর্পণ করতে ভালো লাগে, এই যা।
মাঝে মাঝে তোমাকে ভেনাস মনে হয়।
কখনো ক্লিওপেট্রা
অথবা আমার প্রিয় মেরিলিন মনরো!
তবে তুমি মোস্টলি হেলেন অব ট্রয়।
তোমার জন্য আমার ট্রয় নগরী এখন হুমকির মুখে!
ভালোবাসার ট্রয় নগরীতে
আমি এখন পরাজিত গ্ল্যাডিয়েটর!
তবে তুমিও মনে রেখো,
তোমার এই স্বেচ্ছাচারী ভালোবাসায়
আমিও একদিন হয়ে উঠবো
এ কালের স্পার্টাকাস!
৪ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment