প্যারিস

 









প্যারিস

এই বসন্তে আমার
ভালবাসার মৃত্যু হয়েছে।
সাথে কবিতারও।
হৃদয় পাঁজর ভেঙেছে
অগনিত খন্ডে।
আর কোন বসন্তেই তুমি আসবেনা।
তুমি বলে ডাকবেনা।
আমার বসন্তেরা ক্রমেই
ধুসর থেকে নীল হবে।
তবুও তুমি আসবেনা,
তুমি বলে ডাকবেনা।
আমি জানি।
চিরকুটের কথাটা মনে আছে তোমার?
হয়তো ভুলে গেছো
অথবা ভুলে যাবে।
ফ্লোরিডায় কোন এক প্রচন্ড শীতে
উঠোনে জমা বরফ সরাতে সরাতে
আমার মৃত্যু সংবাদ পাবে।
ফেসবুকে।
কিছুক্ষণের জন্য স্তব্ধ হবে জানি,
তবে একটি কান্নার রিয়াক্টও দেবেনা
লোকলজ্জায়।
এটাও জানি।
তোমার চোখের অশ্রু ফোটা নিমিষেই বরফ হয়ে বরফের সাথে মিশে যাবে।
হয়তো মনে মনে বলবে- রেস্ট ইন পিস!
আমি ততক্ষণে প্যারিসে অবস্থান করছি ভিনসেণ্টের সাথে।
প্যারিস, মাই লাভলী প্যারিস!
এখানে আমি তোমার চুলের গন্ধ বিলিয়েছি।
ছড়িয়েছি ভালবাসার কাব্য।
তাই প্যারিসই আমার আত্মার ঠিকানা।
---------------------
৩১ মার্চ ২০২৩

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।