প্যারিস
এই বসন্তে আমার
ভালবাসার মৃত্যু হয়েছে।
হৃদয় পাঁজর ভেঙেছে
অগনিত খন্ডে।
আর কোন বসন্তেই তুমি আসবেনা।
তুমি বলে ডাকবেনা।
আমার বসন্তেরা ক্রমেই
ধুসর থেকে নীল হবে।
তবুও তুমি আসবেনা,
তুমি বলে ডাকবেনা।
আমি জানি।
চিরকুটের কথাটা মনে আছে তোমার?
হয়তো ভুলে গেছো
অথবা ভুলে যাবে।
ফ্লোরিডায় কোন এক প্রচন্ড শীতে
উঠোনে জমা বরফ সরাতে সরাতে
আমার মৃত্যু সংবাদ পাবে।
ফেসবুকে।
কিছুক্ষণের জন্য স্তব্ধ হবে জানি,
তবে একটি কান্নার রিয়াক্টও দেবেনা
লোকলজ্জায়।
এটাও জানি।
তোমার চোখের অশ্রু ফোটা নিমিষেই বরফ হয়ে বরফের সাথে মিশে যাবে।
হয়তো মনে মনে বলবে- রেস্ট ইন পিস!
আমি ততক্ষণে প্যারিসে অবস্থান করছি ভিনসেণ্টের সাথে।
প্যারিস, মাই লাভলী প্যারিস!
এখানে আমি তোমার চুলের গন্ধ বিলিয়েছি।
ছড়িয়েছি ভালবাসার কাব্য।
তাই প্যারিসই আমার আত্মার ঠিকানা।
---------------------
৩১ মার্চ ২০২৩

No comments:
Post a Comment