হটাৎ করে কি হলো যে
ভিসুভিয়াস হলে!
জলতরঙ্গ মনে আমার
এমন টোকা দিলে!
হৃদয় যখন শুষ্ক নদী
মলিন যেথায় প্রাণ
মন যমুনায় যায়না পাওয়া
ভালোবাসার ঘ্রাণ।
তোমার মনের কোন লকারে
এত কিছু রাখো
সুখ দু:খ নীল কষ্টের
আবীর ঢেকে রাখো।
যে আগুন পোড়ো তুমি
আমিও তাতে পুড়ি
না পাওয়া যে সুখের খোঁজে
আমরা দুজন মরি।
আমায় যদি মনটি দিলে
আধার কেন নিলে
শঙ্খচিলের নীল আকাশে
হৃদয় ডানা মেলে।
এই পৃথিবী দিলাম তোমায়
দিলাম মুক্ত আকাশ
তোমায় শীতল হতে দিলাম
মিলন স্নিগ্ধ বাতাস।
এক পৃথিবী একটি জীবন
ভয় পেয়না রণে
ভালোবাসা পাবে জেনো
আত্মসমর্পণে!
----------------------
২৫ ডিসেম্বর ২০২৩
No comments:
Post a Comment