আমি ফিরে যাবো
তোমাকে রেখে যাবো লোকালয়ে
নাগরিক কোলাহল
কনক্রিট সড়কে
যেখানে ওরাংওটাংয়ের ছুটোছুটি।
আমি ফিরে যাবো
নীলের সাথে হয় যেখানে লালের লুকোচুরি
অনন্ত নীল আকাশের নিচে।
তোমার জন্য প্রার্থনা রবে
আর সমুদ্র সফেনে মিশিয়ে দেব
আমার দুঃখের লোনাজল।
তোমাকে রেখে যাবো
এই শহরের অট্টালিকায়
ক্যালেন্ডারের পাতায়
শেষ লেখা কবিতায়।
আমি ফিরে যাবো
সমুদ্রের কাছে
ফাগুনের কোন পূর্নিমাতে
হেটে যাবো এক বোঝা
নীল খাম হাতে নিয়ে।
স্মৃতি সব মিলিয়ে দেব
বিষন্ন নীলিমায়।
তোমাকে রেখে যাবো
এই শহরের বাতাসে
রেস্তোরাঁয় কিংবা
কারো মায়ায়।
আমি ফিরে যাবো
সমুদ্রের কাছে
অজস্র বালুকণা
নগ্ন পায়ে
সমুদ্র ছুঁয়ে বলবো
যা কখনো কোনদিন
বলা হয়নি -
নিজেকে তোমাকে বা কাউকে।
--------------
৯ মার্চ ২০২৪
No comments:
Post a Comment