আমি ফিরে যাবো























আমি ফিরে যাবো

তোমাকে রেখে যাবো লোকালয়ে
নাগরিক কোলাহল
কনক্রিট সড়কে
যেখানে ওরাংওটাংয়ের ছুটোছুটি।
আমি ফিরে যাবো
সমুদ্রের কাছে
নীলের সাথে হয় যেখানে লালের লুকোচুরি
অনন্ত নীল আকাশের নিচে।
তোমার জন্য প্রার্থনা রবে
আর সমুদ্র সফেনে মিশিয়ে দেব
আমার দুঃখের লোনাজল।
তোমাকে রেখে যাবো
এই শহরের অট্টালিকায়
ক্যালেন্ডারের পাতায়
শেষ লেখা কবিতায়।
আমি ফিরে যাবো
সমুদ্রের কাছে
ফাগুনের কোন পূর্নিমাতে
হেটে যাবো এক বোঝা
নীল খাম হাতে নিয়ে।
স্মৃতি সব মিলিয়ে দেব
বিষন্ন নীলিমায়।

তোমাকে রেখে যাবো
এই শহরের বাতাসে
রেস্তোরাঁয় কিংবা
কারো মায়ায়।
আমি ফিরে যাবো
সমুদ্রের কাছে
অজস্র বালুকণা
নগ্ন পায়ে
সমুদ্র ছুঁয়ে বলবো
যা কখনো কোনদিন
বলা হয়নি -
নিজেকে তোমাকে বা কাউকে।
--------------
৯ মার্চ ২০২৪

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।