এটা কি 684 7723?


 














এটা কি 684 7723?


এটা কি 684 7723?
অনামিকা তুমি পারছো কি শুনতে
তীব্র তাপ দাহে
হৃদয় যাচ্ছে পুড়ে
এই বৈশাখে তুমি হীন
ঘুরে ঘুরে।
সস্তা সেল ফোনে
ব্যালেন্স হচ্ছে শেষ
শুনেছি তুমি কারো সাথে
আছো নাকি বেশ।
চাকরিবাকরি হয়নি
আমার দ্বারা
নিজের ফ্ল্যাট হয়নি তাই
থাকতেই হয় ভাড়া।
বন্দী কেবিনে হাত বন্দী
এসব এখন স্বপ্ন
অনামিকা, বুঝতে পারো
হৃদয় কতটা ভগ্ন?
চাকরিটা আমি আজও পাইনি
অনামিকা
জীবন জুড়ে ছিল শুধু
না পাওয়ার বিভীষিকা।
একি অনামিকা তুমি কাঁদছো?
অনুরোধ করি নম্বরটি রেখো ঠিক
কোন এক বৈশাখে
আবার আসবো প্রমিজ।
------------------------
১৪ এপ্রিল ২০২৪
১ বৈশাখ ১৪৩১
https://www.youtube.com/@kobitayvalobasha

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।