এটা কি 684 7723?
এটা কি 684 7723?
অনামিকা তুমি পারছো কি শুনতে
তীব্র তাপ দাহে
হৃদয় যাচ্ছে পুড়ে
এই বৈশাখে তুমি হীন
সস্তা সেল ফোনে
ব্যালেন্স হচ্ছে শেষ
শুনেছি তুমি কারো সাথে
আছো নাকি বেশ।
চাকরিবাকরি হয়নি
আমার দ্বারা
নিজের ফ্ল্যাট হয়নি তাই
থাকতেই হয় ভাড়া।
বন্দী কেবিনে হাত বন্দী
এসব এখন স্বপ্ন
অনামিকা, বুঝতে পারো
হৃদয় কতটা ভগ্ন?
চাকরিটা আমি আজও পাইনি
অনামিকা
জীবন জুড়ে ছিল শুধু
না পাওয়ার বিভীষিকা।
একি অনামিকা তুমি কাঁদছো?
অনুরোধ করি নম্বরটি রেখো ঠিক
কোন এক বৈশাখে
আবার আসবো প্রমিজ।
------------------------
১৪ এপ্রিল ২০২৪
১ বৈশাখ ১৪৩১
https://www.youtube.com/@kobitayvalobasha

No comments:
Post a Comment