দ্যা লাস্ট সাপার
----------------------
আমার দেহের
ক্ষত গুলো
আরও একবার দেখো
আমার জন্য
এক থালা
ভাত মেখে রেখো।
আমার চোখে
চোখ রেখে
তোমরা চেয়ে থেকো
আমার জন্য
এক থালা
ভাত মেখে রেখো।
নতুন দেশে
আমার জন্য
তোমরা প্রহর জেগো
আমার জন্য
এক থালা
ভাত মেখে রেখো।
------------------------
২০ সেপ্টেম্বর ২০২৪
No comments:
Post a Comment