বিপ্লব
পদব্রজে বিশ্ব ভ্রমণে যাবো।
শুধু মাত্র তোমার কথায়।
হাতের মুঠোয় চীনেবাদাম
পকেটে নোট প্যাড আর কলম।
মাথায় নিয়ে অন্তহীন আকাশ
পিচঢালা
চড়াই-উৎরাই।
মুঠোফোন হীন এই ভ্রমণ পথে
পারি দেব
পারস্য
নীলনদ
ব্যাবিলন
পৃথিবীর তবাৎ শহর গলি ও দেশ।
সাহারায় তৃষ্ণার্ত হয়ে
ছুঁয়ে যাবো
সিস্টাইন চ্যাপেল
ব্রাজিলিয়ান কার্নিভাল
চীনের হারবিনের শীতলতা।
ভিসা হীন অর্থ হীন
সীমান্তে দেখাবো
বুক পকেটে রাখা তোমার ছবি।
রক্ষীর সাথে যুক্তি হবে মিসাইল!
পৃথিবীতে আর একটি বিপ্লব হবে।
ভালোবাসার!
আমি ফিরে আসবো বিপ্লব শেষে
তোমায় দেব একশো সাতানব্বইটি কবিতা
আর একটি
ব্রহ্মকমল।
-----------------------
৭ নভেম্বর ২০২৪
No comments:
Post a Comment