থাকনা কিছু অপূর্ণতা
নির্জন নিস্তব্ধতায়
গদ্য পদ্যের হিসেব করে
পূর্ণতা পেয়েছে কেউ?
বহমান নীল নদে
ফিনিক্স হয়ে উড়ে যায়
মন্থর মেঘ
স্মৃতি হয়ে যায়
হাজার বছরের
বিমূর্ত ফসিল।
ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই।
-----------------------------
১০ ফেব্রুয়ারি ২০২৫
No comments:
Post a Comment