স্মৃতি
আমাদের স্মৃতি গুলো
স্রোতস্বিনী নদীর মতো
অনন্তকাল বহমান।
স্মৃতির কোন রঙ নেই রেখা নেই
আছে ছন্দময় মুগ্ধতা
আর হাতছানি
অনাবিল হাতছানি!
যেখানেই যাও
স্মৃতির স্নানে সিক্ত হবে।
ডাহুকীর ডাকে সম্বিৎ ফিরে পাবে
এর বেশি কিছু নয়।
তুমি কি জানো?
স্মৃতিহীন মানুষেরাও
স্মৃতি নিয়েই বাঁচে।
হয়তো ভুল স্মৃতি
কিংবা ফেরারি।
আসছে বসন্তে প্যারিসে চলে যাবো
আমার বন্ধু ভিনসেন্টের কাছে।
কোন এক সময় ভিনসেন্ট
স্মৃতির পাঠশালা গড়েছিল।
হাজারো স্মৃতি
আজও এই সভ্যতাকে
রোমন্থন করতে শেখায়।
আমি প্যারিসে যাবো নিঃস্ব হাতে
স্মৃতির হাতছানি রেখে যাবো
তোমার জন্য।
------------------------
১৮ নভেম্বর ২০২৪
No comments:
Post a Comment