মূলত তুমি থাকো নিশিকাব্যে
অনন্ত নীল যেখানে
একাকার হয়
সহস্র বছরে একবার।
কোন এক প্রান্তে
একাকী যুবক
লেখে
কাব্য
অনুকাব্য
উপাখ্যান।
ইনকা সভ্যতায় যার
পরিচয় ঘটে ঠিক তোমার মতো
কোন এক ক্লিওপেট্রার সাথে।
সেই থেকে অদ্যাবধি
তুমি ম্রিয়মাণ এক অধ্যায়
হয়ে আছো
এবং থাকবে
নিশি কাব্যের অবণীতে।
---------------------------
১২ জানুয়ারি ২০২৫
No comments:
Post a Comment