নিশিকাব্য


মূলত তুমি থাকো নিশিকাব্যে
অনন্ত নীল যেখানে
একাকার হয়
সহস্র বছরে একবার।
বিদগ্ধ নগরের
কোন এক প্রান্তে
একাকী যুবক
লেখে
কাব্য
অনুকাব্য
উপাখ্যান।
ইনকা সভ্যতায় যার
পরিচয় ঘটে ঠিক তোমার মতো
কোন এক ক্লিওপেট্রার সাথে।
সেই থেকে অদ্যাবধি
তুমি ম্রিয়মাণ এক অধ্যায়
হয়ে আছো
এবং থাকবে
নিশি কাব্যের অবণীতে।
---------------------------
১২ জানুয়ারি ২০২৫

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।