যদি জানতে চাও কত ভালোবাসি তোমাকে
নীল জোছনায় ফিরে এসো তবে
জড়িয়ে নেব নীলাভ আলিংগনে
হৃদয় গভীরে
খুব আদরে।
অভিমানে রোদ্দুর
বেদনায় নীল আমি
হেটে চলি বহুদূর
নীল জোছনায় ফিরে আসো যদি
জড়িয়ে নেব নীলাভ আলিংগনে
হৃদয় গভীরে
খুব আদরে।
তুমি ছাড়া এ হৃদয়
অমলিন কোন প্রান্তর
উড়ে যায় আনমনা
মেঘ যত মন্থর
নীল জোছনায় ফিরে আসো যদি
জড়িয়ে নেব নীলাভ আলিংগনে
হৃদয় গভীরে
খুব আদরে।
--------------------------
২৮ ডিসেম্বর ২০২৪
গানটি শুনতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।
গানটি শুনতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।
No comments:
Post a Comment