শুধু তোমাকেই ভালোবাসি


 







শুধু তোমাকেই ভালোবাসি

শহর থেকে দূরে এসেছি।
মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য।
মনে হচ্ছে আটচল্লিশ হাজার বছর তোমাকে দেখিনি।
আমার ভ্রমণ পথে তুমি ছিলে নিরন্তর
মুঠোফোনে, ক্ষুদে বার্তায়, ভাইবার, হোয়াটসঅ্যাপ আর
সম্ভাব্য যত জায়গায় তোমাকে পাওয়া যায়!
তবুও আমি চাতকের মত কাতর হয়েছি।
হিংস্র বাঘের মত ক্ষুদার্ত থেকেছি।
আমার এই অতৃপ্ত মনকে পোষ মানাতে পারিনি।
বারবার মনে হয়েছে তোমাকে আরও কাছে চাই।
হৃদয়, মন বা বুকের কতটা কাছে এলে আরও কাছে পাওয়া যায় বলতে পারো?
কী এক তীব্র দহনে পুড়ি!
এ এমন এক দহন যার কোন সংজ্ঞা নেই।
এ দহনে কোটি কোটি বার নিজেকে পোড়ালেও তৃষিত তিমির হয়না।
এ দহনে কোটি কোটি বার নিজেকে পোড়ালেও আমি শান্ত হইনা।
মাঝে মাঝে তুমি আমায় খুব ভাবিয়ে তোলো!
এ তুমি কী সত্যি তুমি?
তুমি কী সেই রমনী?
যার ঠোঁটের অমৃত পানে আমার হয়েছে জন্ম?
আমি ফিরে আসবো আটচল্লিশ ঘন্টা পর।
পরবর্তী চব্বিশ ঘণ্টার মধ্যে আমি তছনছ করবো -
এই বিশ্বব্রহ্মাণ্ড!
শুধু তোমাকে পাবার জন্য।
অনেক ভালোবাসি তোমাকে।


২০ মার্চ ২০২১
শ্রীমঙ্গল

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।