শুধু তোমাকেই ভালোবাসি
শহর থেকে দূরে এসেছি।
মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য।
আমার ভ্রমণ পথে তুমি ছিলে নিরন্তর
মুঠোফোনে, ক্ষুদে বার্তায়, ভাইবার, হোয়াটসঅ্যাপ আর
সম্ভাব্য যত জায়গায় তোমাকে পাওয়া যায়!
তবুও আমি চাতকের মত কাতর হয়েছি।
হিংস্র বাঘের মত ক্ষুদার্ত থেকেছি।
আমার এই অতৃপ্ত মনকে পোষ মানাতে পারিনি।
বারবার মনে হয়েছে তোমাকে আরও কাছে চাই।
হৃদয়, মন বা বুকের কতটা কাছে এলে আরও কাছে পাওয়া যায় বলতে পারো?
কী এক তীব্র দহনে পুড়ি!
এ এমন এক দহন যার কোন সংজ্ঞা নেই।
এ দহনে কোটি কোটি বার নিজেকে পোড়ালেও তৃষিত তিমির হয়না।
এ দহনে কোটি কোটি বার নিজেকে পোড়ালেও আমি শান্ত হইনা।
মাঝে মাঝে তুমি আমায় খুব ভাবিয়ে তোলো!
এ তুমি কী সত্যি তুমি?
তুমি কী সেই রমনী?
যার ঠোঁটের অমৃত পানে আমার হয়েছে জন্ম?
আমি ফিরে আসবো আটচল্লিশ ঘন্টা পর।
পরবর্তী চব্বিশ ঘণ্টার মধ্যে আমি তছনছ করবো -
এই বিশ্বব্রহ্মাণ্ড!
শুধু তোমাকে পাবার জন্য।
অনেক ভালোবাসি তোমাকে।
২০ মার্চ ২০২১
শ্রীমঙ্গল
No comments:
Post a Comment