প্রতীক্ষা
প্রতীক্ষা মানে জানো?
কষ্ট
নিদারুণ কষ্ট।
চাতকের মত চেয়ে থাকা
ঘড়ির কাটার অনন্তকাল পৃথিবী ভ্রমণ
তোমার ফিরে আসার প্রহর
এর নাম প্রতীক্ষা।
এবারও কাশ ফুল দেখা হলোনা
তোমার প্রতীক্ষায় ।
জানা হলোনা শরত কেন স্বল্পায়ু হয়!
জোনাকির আমন্ত্রণ উপেক্ষা করেছি
জোছনাকে না বলেছি।
নিস্তব্ধতাকে আলিংগন,
চোয়াল শক্ত করে আকাশ দেখা রপ্ত করেছি।
নিজেকে কতদিন দেখা হয়নি
মনে পড়েনা নিজের মুখ!
শুধু তোমার প্রতীক্ষায়।
প্রতীক্ষা মানে জানো?
তুমি
একটি ভীষণ তুমি!
তোমার চোখ
তোমার হাসি
হাওয়ায় ওরা তোমার মাথার চুল
সান গ্লাসেস
লিপস্টিক
এই সবকিছুই প্রতীক্ষা।
শরত শেষে এবার চলে যাবো
শীত প্রধান কোন দেশে।
তোমার কাছে রেখে যাবো
গ্রীষ্ম থেকে বসন্ত
এবং প্রতীক্ষা!
জানি, কোন ঋতুতেই তুমি প্রশ্ন করবেনা,
প্রতীক্ষা মানে জানো?
---------------------------------
২০ অক্টোবর ২০২২
No comments:
Post a Comment