মোনালিসা
তোমার অভাব দেয় আমাকে
অনেক বেশি কষ্ট
এদিক ঘুরি সেদিক ঘুরি
হই যে পথভ্রষ্ট।
তোমার ঠোঁটের একটু হাসি
পাগল করে তোলে
জলের মাঝে জোছনা যেমন
মাতাল হয়ে খেলে।
কোথায় আছো কেমন আছো
কবে পাবো দেখা!
আমার ফ্রেমে বন্দী তুমি
ওগো মোনালিসা।
---------------------
১৯ অক্টোবর ২০২২
No comments:
Post a Comment