একদিন ছবি হবো
একদিন ছবি হবো
বহুদূর চলে যাবো
আকাশের তারা হবো
কারো চোখে জল হবো।
শোকের ব্যানার হবো
খবরের শিরনাম
নিউজের স্ক্রল
ফেসবুকে শেয়ার হবো।
মায়াময় রাত হবো
স্মৃতি হবো
ক্ষত হবো
কবিতার বই হবো
গুগলের সার্চ হবো।
দুঃখ হবো
কষ্ট হবো
ক্ষমা হবো
ঘৃণা হবো
জোনাকির আলো হবো।
যোগ হবো
বিয়োগ হবো
গুন হবো
ভাগ হবো
হিসেবের খাতা হবো।
শব হবো
নীরব হবো
সাদায় মুড়িয়ে রবো
বেদনায় নীল হবো।
দিন হবো
মাস হবো
বছর হবো
ধুসর হবো।
একদিন ছবি হবো।
---------------------
১৫ নভেম্বর ২০২২
No comments:
Post a Comment