তোমার কথাই রইলো তবে
যাচ্ছি আমি ফিরে
নেই রাজ্যের বসত বাড়ি
আমার ছোট্ট নীড়ে।
সংগে নেব কবিতা আর
পকেট ভরা জোছনা
দিনের শেষে তোমায় নিয়ে
লক্ষ কোটি ভাবনা।
মেঘলা আকাশ সুরের প্লাবন
তোমায় দিয়ে গেলাম
বৃষ্টি স্নাত দুঃখ পুকুর
আমি নাহয় নিলাম।
আমার অলীক স্বপ্ন গুলো
আমার কাছেই থাকবে
রেখে যাওয়া জোনাক গুলো
তোমার কথায় জ্বলবে।
এই শহরের নিয়ণ আলোয়
রেখে গেলাম তোমায়
তোমার দেয়া কথা গুলো
বিলিয়ে দিলাম হাওয়ায়।
টিএসসির বারান্দাতে
দেখা আর হবেনা
লিপস্টিকের লালের আভা
চায়ের কাপে থাকবেনা।
শিউলি আর শুভ্র সকাল
তোমার হয়েই থাকবে
নির্জনতায় নীলপদ্ম
আমার জন্য ফুটবে।
ভালবাসি এই কথাটি
হয়তো আর শুনবেনা
ভালবাসার নীল খামে যে
মেঘ পিওন আর আসবেনা!
হাজার ভীড়ের এই শহরে
পাবেনা আর আমায়
হয়তো বা দেখা হবে
ভীন দেশের এক তারায়।
No comments:
Post a Comment