হয়তো বা দেখা হবে


 











তোমার কথাই রইলো তবে
যাচ্ছি আমি ফিরে
নেই রাজ্যের বসত বাড়ি
আমার ছোট্ট নীড়ে।
এই নগর আর সভ্যতা
দিয়ে গেলাম তোমায়
ইট পাথরের এই নগরে
থাকবো কোন মায়ায়!
সংগে নেব কবিতা আর
পকেট ভরা জোছনা
দিনের শেষে তোমায় নিয়ে
লক্ষ কোটি ভাবনা।
মেঘলা আকাশ সুরের প্লাবন
তোমায় দিয়ে গেলাম
বৃষ্টি স্নাত দুঃখ পুকুর
আমি নাহয় নিলাম।
আমার অলীক স্বপ্ন গুলো
আমার কাছেই থাকবে
রেখে যাওয়া জোনাক গুলো
তোমার কথায় জ্বলবে।
এই শহরের নিয়ণ আলোয়
রেখে গেলাম তোমায়
তোমার দেয়া কথা গুলো
বিলিয়ে দিলাম হাওয়ায়।
টিএসসির বারান্দাতে
দেখা আর হবেনা
লিপস্টিকের লালের আভা
চায়ের কাপে থাকবেনা।
শিউলি আর শুভ্র সকাল
তোমার হয়েই থাকবে
নির্জনতায় নীলপদ্ম
আমার জন্য ফুটবে।
ভালবাসি এই কথাটি
হয়তো আর শুনবেনা
ভালবাসার নীল খামে যে
মেঘ পিওন আর আসবেনা!
হাজার ভীড়ের এই শহরে
পাবেনা আর আমায়
হয়তো বা দেখা হবে
ভীন দেশের এক তারায়।
--------------------------
২৭ নভেম্বর ২০২২

কবিতাটির অডিও শুনতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।