কত ভালবাসি তোমায় কেমন করে বলি!
শতাব্দী থেকে শতাব্দী
বিনিদ্র রাত
ক্লান্তিহীন পথচলা
খুব নীরবে
কত ভালবাসি তোমায় কেমন করে বলি!
হাজার স্বপ্ন ওড়া বাতাসে
নীল ঐ আকাশে
যেখানে হারিয়ে
তোমাকে খুজি
কত ভালবাসি তোমায় কেমন করে বলি!
নাগরিক জীবনের কোলাহলে
চুপিচুপি পায়ে
সন্ধ্যা ছোয়া
তারার আকাশে চেয়ে থাকা
কত ভালবাসি তোমায় কেমন করে বলি!
ধুলো মাখা পথে
ঘুম ভাংগা সকালে
পাতার মর্মরে
দিনের শেষে আধার
কত ভালবাসি তোমায় কেমন করে বলি!
--------------------------------------
ডিসেম্বর ১, ২০২২
No comments:
Post a Comment