তুমি পাশে নেই বলে
নির্মল সকালে
বসন্ত ছেড়ে গেছে
কোন এক দুপুরে
রাত যেন কাটে এক
কষ্টের প্রহরে।
তুমি পাশে নেই বলে।
নিঃসংগ এ হৃদয়ে
প্রয়োজন তোমাকে
প্রেমহীন এ কেমন জীবন
কিসের আলাপনে
দুচোখ ভরে জলে।
তুমি পাশে নেই বলে।
ফেরারি এ মন
চায় শুধু তোমাকেই
প্রেমহীন এ কেমন জীবন
তোমার প্রতীক্ষায়
দিন যায় চলে।
তুমি পাশে নেই বলে।
বসন্ত ছেড়ে গেছে
কোন এক দুপুরে
রাত যেন কাটে এক
কষ্টের প্রহরে।
তুমি পাশে নেই বলে।
নিঃসংগ এ হৃদয়ে
প্রয়োজন তোমাকে
প্রেমহীন এ কেমন জীবন
কিসের আলাপনে
দুচোখ ভরে জলে।
তুমি পাশে নেই বলে।
ফেরারি এ মন
চায় শুধু তোমাকেই
প্রেমহীন এ কেমন জীবন
তোমার প্রতীক্ষায়
দিন যায় চলে।
তুমি পাশে নেই বলে।
No comments:
Post a Comment