আমি তুমি ও ভিনসেণ্ট


 











আমি তুমি ও ভিনসেণ্ট

পঞ্চাশ বছর ধরে
একটি কবিতা লিখছি।
তোমার জন্য।
যা আজ পর্যন্ত সংশোধন হয়েছে সহস্র বার।
কারণে অকারণে
প্রয়োজন অপ্রয়োজনে
ঘটনা দুর্ঘটনায়
তোমার আনন্দে
তোমার বেদনায়
আমায় ছেড়ে যাওয়ায়
আবার ফিরে আসায়
আমার কন্ঠ শ্রবণে
তোমার আত্মহননে
আমার অপেক্ষায়
তোমার নীরবতায়
এ কবিতার সংশোধন হয়েছে সহস্র বার।
আজও লেখাটি শেষ করতে পারলাম না।
আদৌ পারবো কিনা জানিনা!
অগণিত সাদা কাগজের পৃষ্ঠা সাক্ষী
যারা এই কবিতা ধারণ করেছে।
অজস্র বল পয়েন্ট ক্লান্ত হয়ে হার মেনেছে।
নক্ষত্রের রাত
ধবল জোছনা
আমাবস্যা
হৃদয় কাপানো ঝর
চকচকে সকাল
নিকষকালো রাত
পদ্ম পুকুর
বৈরী বাতাস
পঞ্চাশ বছর ধরে লেখা এই কবিতার সাক্ষী হয়ে আছে।
এখন আমাকে ঘিরে আছে ব্যার্থতার লোনা জল।
যেন বিদগ্ধ নগরীর আমি এক ক্লান্ত পথিক।
আমার শব্দেরা মৃত প্রায়,
হৃদয় কলম আমার সাথে প্রতারণায় লিপ্ত।
আমার দৃষ্টি ক্রমশ ঝাপসা হতে চলছে।
পঞ্চাশ বছর যারা এই কবিতার সাক্ষী ছিল,
তারা আজ উপহাস করে।
এটাই পৃথিবীর নিয়ম।
এ পৃথিবী তোমাকে দিয়ে যাচ্ছি।
সমস্ত দাবি ছেড়ে।
শেষ আলিংগনটাও ফিরিয়ে নিলাম।
শীত শেষ চলে যাবো প্যারিসে।
আমার বন্ধু ভিনসেণ্ট এর কাছে।
----------------------------
১২ ডিসেম্বর ২০২২
পেইন্টিংঃ ভিনসেণ্ট ভ্যানগগ

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।