হস্তান্তর


 









হস্তান্তর

কোন এক সন্ধ্যায়
সোডিয়ামের আলোতে
প্রবল বর্ষণে
জীবনকে তুলে দিলাম
জীবনের হাতে।
জীবন চলুক জীবনের মত।
জীবন সংজ্ঞাহীন নয়
জীবন সুন্দর
মাঝে মাঝে অসম্ভব সুন্দর!
মাঝে মাঝে জীবন নির্মম
কখনো জীবন মুখোশধারী
চশমার কাচ পালটানোর মত পালটে যায় জীবন।
জীবনের আকাশে কখনো একটিই তারা থাকে
কখনো অজস্র তারার মাঝে
বিশেষ কাউকে খুঁজে পাওয়া যায়না।
কখনো জীবনের আকাশ থাকে বিবর্ণ, তারা হীন।
তবুও জীবনকে তুলে দিলাম
জীবনের হাতে।
আমি মহৎ নই
নেহাৎ গোয়ার
তাই কোথায় যাবোনা।
জীবনকে দেখতে চাই আমৃত্যু।
সহস্র দিন ধরে
আমি রচনা করেছি
জীবনের উপাখ্যান।
স্নান করেছি জীবনের নীল নদে।
বিনিময়ে জীবন গাঢ় লিপস্টিক ঠোঁটে নিয়ে
আমার দিকে তাকিয়ে মুচকি হেসেছে!
কোন একদিন কোন এক নবান্নে
জীবন আমাকে নিয়ে কোন উৎসবে বিভোর হবে আমি জানিনা।
আমিও কারো জন্য অমৃত পান করেছি।
তাই পিঠ দেখাবোনা
আমি কোথাও যাবোনা।
জীবন চলবে জীবনের মত।
---------------------------
১৭ ডিসেম্বর ২০২২

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।