হস্তান্তর
কোন এক সন্ধ্যায়
সোডিয়ামের আলোতে
জীবনকে তুলে দিলাম
জীবনের হাতে।
জীবন চলুক জীবনের মত।
জীবন সংজ্ঞাহীন নয়
জীবন সুন্দর
মাঝে মাঝে অসম্ভব সুন্দর!
মাঝে মাঝে জীবন নির্মম
কখনো জীবন মুখোশধারী
চশমার কাচ পালটানোর মত পালটে যায় জীবন।
জীবনের আকাশে কখনো একটিই তারা থাকে
কখনো অজস্র তারার মাঝে
বিশেষ কাউকে খুঁজে পাওয়া যায়না।
কখনো জীবনের আকাশ থাকে বিবর্ণ, তারা হীন।
তবুও জীবনকে তুলে দিলাম
জীবনের হাতে।
আমি মহৎ নই
নেহাৎ গোয়ার
তাই কোথায় যাবোনা।
জীবনকে দেখতে চাই আমৃত্যু।
সহস্র দিন ধরে
আমি রচনা করেছি
জীবনের উপাখ্যান।
স্নান করেছি জীবনের নীল নদে।
বিনিময়ে জীবন গাঢ় লিপস্টিক ঠোঁটে নিয়ে
আমার দিকে তাকিয়ে মুচকি হেসেছে!
কোন একদিন কোন এক নবান্নে
জীবন আমাকে নিয়ে কোন উৎসবে বিভোর হবে আমি জানিনা।
আমিও কারো জন্য অমৃত পান করেছি।
তাই পিঠ দেখাবোনা
আমি কোথাও যাবোনা।
জীবন চলবে জীবনের মত।
---------------------------
১৭ ডিসেম্বর ২০২২
No comments:
Post a Comment